বৃহস্পতিবার ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১

৩০ অক্টোবর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

অনলাইন ডেস্ক : | বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

৩০ অক্টোবর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর শিক্ষার্থীদের স্বাস্থ্যপরীক্ষা এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে বলে মঙ্গলবার (১২ অক্টোবর) জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।


বিষয়টি জানানো হয়েছে অধিদপ্তরে পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত চিঠিতে।

গত ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটিতে ২৩-২৯ অক্টোবর শিক্ষার্থীদের স্বাস্থ্যপরীক্ষা এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর জাতীয় কৃমিনাশক সপ্তাহ পালন করার সিদ্ধান্ত হয়।


১২-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বর্হিভূত (পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয়ে থেকে ঝরেপড়া শিক্ষার্থী) সব শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে এক ডোজ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজল ৫০০ এমজি) খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে নির্দেশনায় বলা হয়, কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং এটি শরীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে।


জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং চিকিৎসকদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররাকে সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১২:২০ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত