মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

মুক্তামণির টিস্যু সংগ্রহে অস্ত্রোপচার সম্পন্ন

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ আগস্ট ২০১৭ | প্রিন্ট  

মুক্তামণির টিস্যু সংগ্রহে অস্ত্রোপচার সম্পন্ন

বিরল রোগে আক্রান্ত মুক্তামণির বায়োপসির জন্য টিস্যু সংগ্রহ করতে ডান হাতে সফলভাবে অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচার করতে সময় লাগে ৪০ মিনিট।


হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, “বায়োপসির জন্য মুক্তামনি হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত টিস্যু পরীক্ষা করতে পাঠানো হবে। সে এখন ভালো আছে। তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে। বিকালে কেবিনে দেব।”

এর আগে বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে আটজন চিকিৎসক অস্ত্রোপচারে অংশ নেন।


ডা. কালাম বলেন, “প্রত্যাশা অনুযায়ী আমাদের কোনো সমস্যা বা জটিলতা হয়নি। সফলভাবে আমরা টিস্যু কালেক্ট করতে পেরেছি। বায়োপসির রিপোর্ট আসার পর মুক্তমনির চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড সোমবার আবার বসবে। এরপর পরবর্তী করনীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

সাতক্ষীরার ১০ বছর বয়সী শিশু মুক্তামণির জন্মের দেড় বছর পর থেকে ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে মুক্তামণির ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। সম্প্রতি তার রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ১১ জুলাই তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।


সংবাদমেইল/আইএস/জেএইচজে

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৩:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত