রবিবার ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১

যুদ্ধাপরাধীদের মদদদাতাদের বিচার বাংলার মাটিতে হবে: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট  

যুদ্ধাপরাধীদের মদদদাতাদের বিচার বাংলার মাটিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “যুদ্ধপরাধীদের মদদদাতাদের বিচার বাংলার মাটিতে হতে হবে। তাদের ছাড় দেয়া যাবে না।”

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের রায় হয়েছে এবং রায়ও কার্যক্রর হয়েছে। যারা যুদ্ধপরাধীদের এমপি-মন্ত্রী বানিয়েছেন, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। সেইসব মদদদাতাদের বিচারও বাংলার মাটিতে হতে হবে।”

শেখ হাসিনা বলেন, “জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের কোনো স্থান বাংলাদেশে নেই। এই পথে যারা যাবে তাদের কঠোর শাস্তি দেয়া হবে। ছাত্ররা তরুণ, তারাই আগামী দিনের ভবিষ্যত, আগামী দিনে দেশ গড়বে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এগুলো একটি পরিবারকে ধ্বংস করে দেয়।”


দেশকে নিরক্ষরমুক্ত করতে ছাত্রলীগ নেতাদের কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ছাত্রলীগ নেতাদের নিজ নিজ গ্রামের নিরক্ষর মানুষদের অক্ষরজ্ঞান দিতে হবে। যাতে বাংলাদেশকে দ্রুত নিরক্ষরমুক্ত করতে পারি। জঙ্গিবাদ কেবল বাংলাদেশের সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা। অবাক হই যখন দেখি, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা জঙ্গিবাদে জড়ায়। তারা কিসের আশায় যায়? যারা গিয়েছিল তারা কি খবর পাঠিয়েছে যে তারা বেহেশতে গেছে?” pmbg320170124201856

প্রধানমন্ত্রী আরও বলেন, “শিক্ষা হবে সবচেয়ে বড় সম্পদ। অশিক্ষিতদের হাতে ক্ষমতা গেলে কী হয় তা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি ৭৫ এর পর থেকে। যারা এসেছে তারা দেশকে শুধু পেছনে নিয়ে গেছে। ছাত্রলীগের প্রত্যেককে বলবো বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়া উচিৎ। সেখান থেকে শিক্ষা নিতে হবে। একটা আদর্শ নিয়ে রাজনীতি করলে দেশের মানুষকে কিছু দেয়া যায়।”


ছাত্রলীগকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ছাত্রলীগের স্লোগান হলো শিক্ষা, শান্তি, প্রগতি। দেশকে প্রগতির পথে নিয়ে যেতে চাই, দেশকে আলোর পথে নিয়ে যাওয়ার যে চেষ্টা আমরা শুরু করেছি, তা যেন থেমে না যায়। ছাত্রলীগকে দায়িত্ব পালন করতে হবে। আগামী দিনে তোমাদেরই এগিয়ে আসতে হবে। আদর্শ, নীতি ও ব্রত নিয়ে দেশ গড়ার জন্য তোমাদের তৈরি হতে হবে।”

শেখ হাসিনা বলেন, “ছাত্রলীগকে আরও সুগঠিত করে তুলতে হবে। ছাত্রলীগ আওয়ামী লীগের এক বছর আগের সংগঠন। ছাত্রলীগের ঐতিহ্য আছে, প্রতিটি অর্জনের সঙ্গে ছাত্রলীগ জড়িত। ছাত্রলীগ নেতাকর্মীদের দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে হবে।”

pmbg20170124201605

‘ছাত্রদের সবচেয়ে বড় শপথ হবে শিক্ষা’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, “শিক্ষা দারিদ্র্য থেকে মুক্তির অন্যতম হাতিয়ার। ছাত্র রাজনীতি করবো, পাশাপাশি শিক্ষা গ্রহণই হলো সবচেয়ে বড় কাজ। শিক্ষা গ্রহণ করলে কেউ তা হাইজ্যাক বা চুরি করে তা কেউ নিতে পারবে না। শিক্ষাই হবে জীবন চলার পথে পাথেয়। তাহলে দেশকে, দেশের মানুষকে কিছু দিতে পারবে।”

বক্তব্য রাখার শুরুতেই প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাদের বলেন, “আমি ছাত্রলীগের নেতা নই, কর্মী ছিলাম, এখনো কর্মীই আছি।” ছাত্রলীগ নেতারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীকে ছাত্রলীগের নেতা উল্লেখ করায় প্রধানমন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সভাপতিত্ব সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদমেইল২৪.কম/এআর/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত