মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

যারা নির্বাচন বন্ধ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাসী না: নাসিম

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ | প্রিন্ট  

যারা নির্বাচন বন্ধ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাসী না: নাসিম

যারা আন্দোলনের ভয় দেখিয়ে নির্বাচন বন্ধ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


‘নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে নাসিম বলেন, “নির্বাচন জনগণের অধিকার, ভোট দেয়াও জনগণের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারের ওপর যারা হস্তক্ষেপ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও করার পরও ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা নির্বাচন বন্ধ করতে পারেনি। আগামী নির্বাচনও যথা সময়ে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।


“সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ে বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। জনগণ যাদের ভোট দিবে তারাই বিজয়ী হবে। দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে আগামী নির্বাচন বন্ধ করে”- যোগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ক্যাপ্টেন (অব.) এম এ ছালাম, মেডিক্যাল কলেজের অধ্যাক্ষ এম এ বাসার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহম্মেদ মান্নাফী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।


সংবাদমেইল২৪.কম/এজেএল/এনআই

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত