
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: বুধবার দুপুর দেড়টার সময় ভারত সফরের জন্য একমাত্র টেস্টের দল ঘোষণা করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে চোটে থাকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেওয়ার কারণে দল ঘোষণা করতে দেরি হচ্ছে।
এদিন হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটার সময় জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার ইমরুল কায়েস ও টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক ফিটনেসের পরীক্ষা দেন। এ সময় আরেক চোটগ্রস্ত খেলোয়াড় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে পরীক্ষায় দেখা যায়নি। যে চার ক্রিকেটার গত নিউজিল্যান্ড সফরের সময় চোট পেয়েছিলেন।
বুধবার দুপুরে ফিটনেস পরীক্ষার সময় মাঠে উপস্থিত ছিলেন- জাতীয় দলের তিন নির্বাচক, ফিল্ডিং কোচ ও ফিজিও।
প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল; এরপর হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে ৯ ফেব্রুয়ারি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:০৯ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.