শনিবার ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১

শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন চত্বরে বৃক্ষ রোপণ

অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন চত্বরে বৃক্ষ রোপণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন চত্বরে ১০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দূতাবাস চত্বরে এ বৃক্ষরোপণ করা হয়।

দূতাবাসের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপণে সহযোগিতা করেন নয়াদিল্লির খ্যাতনামা স্বেচ্ছাসেবক সংগঠন প্লানটোলজি। এ সময় প্লানটোলজির নির্বাহী প্রধান রাধুকা আনন্দও একটি বৃক্ষ রোপণ করেন। পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা।

সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাইকমিশনার মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়। আলোচনায় আরও অংশ নেন মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর। পরে শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত