শনিবার ১০ জুন, ২০২৩ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০

সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

সংবাদ মেইল ডেস্ক | সোমবার, ১১ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন যারা-

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ ইউনিয়নে মোঃ মোবারুল হোসেন, বদলপুরে সুষেনজিৎ চৌধুরী, জলসুখায় মোঃ শাজাহান মিয়া, কাকাইলছেওতে মোঃ মিসবাহ উদ্দিন ভূঁইয়া, শিবপাশা ইউনিয়নে মোঃ তফছির মিয়া।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জাফরনগর ইউনিয়নে মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিমজুড়ী ইউনিয়নে শ্রীকান্ত দাশ, পূর্বজুড়ীতে আব্দুল কাদির, গোয়ালবাড়ীতে শাহাব উদ্দিন আহমদ, সাগরনাল ইউনিয়নে মোঃ আব্দুল নূর।

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে মোহাম্মদ ওবায়দুল্লাহ ইছাহাক, হাটখোলায় মোঃ মুশাহিদ আলী, মোগলগাঁওতে মোঃ হিরন মিয়া, কান্দিগাঁও ইউনিয়নে মোঃ নিজাম উদ্দিন।

কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নে মোঃ মুল্লুক হোসেন, তেলিখালে মোঃ নুর মিয়া (চেয়ারম্যান), ইছাকলসে এখলাসুর রহমান, উত্তর রণিখাইতে মোঃ ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়নে মোঃ ইকবাল হুসেন ইমাদ।

বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে মোঃ শিহাব উদ্দিন, বোয়ালজুড় ইউনিয়নে আনহার মিয়া, দেওয়ানবাজারে ছহুল আব্দুল মুনিম, পশ্চিম গৌরিপুরে হাজী মোঃ আমিরুল ইসলাম (মধু), বালাগঞ্জে মোঃ জুনেদ মিয়া এবং পূর্ব গৌরীপুরে হিমাংশু রঞ্জন দাস আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

এছাড়া সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে মোঃ আব্দুল হেকিম, ছাতকে রঞ্জন কুমার দাস, কালারুকে মোঃ অদুদ আলম, খুরমা উত্তরে বিল্লাল আহমদ, চরমহল্লায় মোঃ কদর মিয়া, খুরমা দক্ষিণে আব্দুল মছব্বির, জাউয়াবাজার ইউনিয়নে নুরুল ইসলাম, দোলারবাজারে মোঃ সায়েস্তা মিয়া, গোবিন্দগঞ্জে সৈদেরগাওতে সুন্দর আলী, ছৈলা আফজালাবাদে গয়াছ আহমদ।

দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নে অসিত কুমার দাস, পান্ডারগাঁও ইউনিয়নে আব্দুল ওয়াহিদ, দোহালিয়ায় আনোয়ার মিয়া আনু, লক্ষ্মীপুরে মোঃ আব্দুল কাদির, বোগলাবাজারে মোহাম্মদ মিলন খান, সুরমায় এম এ হালিম বীরপ্রতীক, বাংলাবাজারে মোঃ মানিক মিয়া, নরসিংপুর ইউনিয়নে নুর উদ্দিন আহমদ ও দোয়ারাবাজার ইউনিয়নে মোঃ আব্দুল হামিদ  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১১ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত