
জুড়ী সংবাদদাতা,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজের নবনির্মিত “আলহাজ মোঃ. শাহাব উদ্দিন” দ্বি-তল একাডেমিক ভবনের উদ্বোধন ও দ্বি-তল ভবনের ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ৪র্থ তলা ভবনের নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ২৪৪ টাকা।
কলেজ হলরুমে সভায় পরিচালনা কমিটির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি। এতে প্রভাষক সুহেল আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, থানা অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ. নুরুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী পারভেজ ঈষেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুন নূর, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখদ্দছ আলী মায়া, প্রভাষক এমএ হাসান, বদরুল ইসলাম মনু, শিক্ষার্থী কুলসুমা আক্তার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, প্রভাষক হোসেন আহমদ চৌধুরী, ছাইফ উদ্দিন, শিক্ষিকা রাশেদা আক্তার, আব্দুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সামছুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.