
জুড়ী প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল দেবনাথ (৬০) নামক এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি (২ অক্টোবর) মঙ্গলবার উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সকাল সাড়ে ৮ টায় ভবানীপুর গ্রামের মৃত রায়মন দেবনাথের পুত্র, জুড়ী কামিনীগঞ্জ বাজারের দয়াময় বস্ত্রালয়ের মালিক সুনিল দেবনাথ গোসল শেষে কাপড় ছড়ানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জুড়ী থানা ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
Posted ৯:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.