শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১

কুলাউড়া হাজীপুরে রাস্তা পাকাকরনের দাবিতে মানববন্ধন

ছয়ফুল আলম সাইফুল,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | প্রিন্ট  

কুলাউড়া হাজীপুরে রাস্তা পাকাকরনের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার হাজিপুরে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় পাইকপাড়া হইতে মনু গাজীপুর রাস্তা পাঁকাকরনের দাবিতে মানববন্ধন অনুষ্টিতহয়েছে।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯ টায় উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া, ইসমাইলপুর, গাজীপুর, মাহতাবপুর, তুকলী, রনচাপ গ্রামের জনসাধারন ও হাজীপুর সোসাইটি কুলাউড়ার যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুুষ্ঠিত হয়।


হাজীপুর সোসাইটি কুলাউড়ার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় এতে উপস্তিত ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজিজুস ছামাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, ইউপি মহিলা সদস্য মাধবী রানী দেব, সমাজসেবক মোঃ ফজলুল হক, ডাঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী, প্রবাসী নেতা ইলিয়াছ আমির আলী, সেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদিন, হাফেজ ময়নুল ইসলাম, যুবলীগ নেতা রিপন সুত্রধর, আওয়ামীলীগ নেতা পিন্টু দেবনাথ, নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজের শিক্ষক অনন্ত সুত্রধর, মোঃ লাল মিয়া, নিবারন সুত্রধর, রিপন মালাকার, অবনী সুত্রধর, পিনাই সুত্রধর, বাবুল দেব, অরুন সুত্রধর,অবঃ স্বাস্থ্য পরিদর্শক অনীল সুত্রধর, হেমন্ড সুত্রধর, সাবেক গ্রাম সরকার হাজী আব্দুল হেলিম, শংকর সুত্রধর, মোঃ আছগর আলী, মোঃ জয়নুল আলম, নিপুল সুত্রধর, স্বপন সুত্রধর প্রমুখ্য।

বক্তারা বলেন এই রাস্তা পাঁককরনের দাবি দীর্ঘদিনের এই রাস্তা দিয়ে প্রতিদিন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইকপাড়া মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা, মোতাহের মেমোরিয়াল একাডেমী, গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও পাইকপাড়া বাজারসহ হাজারো মানুষের যাতায়াত, সামান্য বৃষ্টিপাত হলেই এই রাস্থাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, এক সময়ে এই রাস্তাটি ছিল হাজীপুর ইউনিয়নের প্রধান সড়ক মনু-তিলকপুর সড়ক হওয়ার পূর্বে এই রাস্থা দিয়েই লোকজন মনু-রেলওয়ে ষ্টেশন যাতায়াত করত।রাস্থার এক প্রান্তে কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয় অন্য প্রান্তে মনু স্বাস্থ্য উপ-কেন্দ্র ও হাজীপুর ইউনিয়ন পরিষদ রয়েছে।


এ ব্যাপারে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশ্বে দিয়ে পাইকপাড়া হইতে গাজীপুর সরকারী প্রাথমিক স্কুল ভায়া মনু স্বাস্থ্য উপকেন্দ্র পর্যন্ত রাস্থাটি অত্যান্ত গুরুত্ব পূর্ন সড়ক, এই সড়ক দিয়ে প্রতিদিন কানিহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইকপাড়া মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা, মোতাহের মেমোরিয়াল একাডেমী, গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও পাইকপাড়া বাজার সহ হাজারো মানুষের যাতায়াত, সামান্য বৃষ্টিপাত হলেই এই রাস্থাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর উক্ত সড়ক সহ অত্র ইউনিয়নের ১০টি জন গুরুত্ব পুর্ন সড়ক পাকাকরনের দাবী মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, সংসদ সদস্য আব্দুল মতিন, এবং বর্তমান সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে একটি অফিসিয়াল আবেদন পত্র প্রেরন করেছি। আজকের মানববন্ধনের সাথে আমি একাত্তাপোষন করছি।আমার বিশ্বাস মাননীয় সংসদ সদস্য এ ব্যয়াপারে জরুরী পদক্ষেপ গ্রহন করবেন।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৬:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত