বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০২৪ | ৫ বৈশাখ, ১৪৩১

হাকালুকি হাওরের বুড়িকিয়ারী বাঁধ অপসারন ও সকল নদী খননের দাবীতে কুলাউড়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭ | প্রিন্ট  

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের দুঃখ খ্যাত বুড়িকিয়ারী বাঁধ অপসারন ও হাওর দিয়ে প্রবাহিত সকল নদী খননের দাবীতে কুলাউড়ায় বিশাল মানববন্ধন করেছে কুলাউড়া উপজেলা জাসদ ও হাওর বাচাও,কৃষক বাচাও সংগ্রাম পরিষদ।


(৩১ জুলাই) সোমবার দুপুরে কুলাউড়া স্টেশন চৌমোহনীতে অনুষ্ঠিত মানববন্ধনে কুলাউড়া উপজেলা জাসদ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছামির আহমদের পরিচালনায় বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি ময়নুল ইসলাম শামীম, হাওর বাঁচাও,কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক হাজী আলাউদ্দিন, জেলা জাসদের যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজা, জাতীয় পার্টির নেতা আহমদ রিয়াজ, উপজেলা জাসদের সহ-সভাপতি সফিক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গাফফার কায়ছুল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সম্পাদক আতিকুর রহমান আখই, হাওর বাঁচাও,কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল লতিফ, ভুকশিমইল ইউনিয়ন সভাপতি মানিক মিয়া মুসা, সাধারণ সম্পাদক আপ্তাব উদ্দিন, জাসদ ছাত্রলীগের কেন্দ্রিয় সদস্য জাকির হোসেন খাঁন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হাকালুকি হাওরে অতীতেও অনেক বার বন্যা হয়েছে, কিন্তু এতো দীর্ঘ স্থায়ী বন্যা হয়নি। এবছর দীর্ঘস্থায়ী বন্যার নেপথ্যের কারণ হলো অপরিকল্পিত বুড়িকিয়ারী বাঁধ । এ বাঁধের কারনে ঠিক মতো পানি প্রবাহিত হতে বেঘাত ঘটেছে ।


এছাড়াও হাওর দিয়ে প্রবাহিত সকল নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহিত হতে না পেরে বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। বক্তারা অনতিবিলম্বে এসব সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে দাবী জানান।

সংবাদমেইল২৪.কম/জেএইচজে


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত