বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০

স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা এবং একজন অহিদুর

অনলাইন ডেস্ক | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা এবং একজন অহিদুর

স্বপ্ন পূরণে বাধা হতে পারে না কিছুই। শারীরিক দুর্বলতা বা আর্থিক। এটি একটি সমস্যা মাত্র। কিন্তু স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা থাকলে এগিয়ে যাওয়া যায় অনেক দূর। তেমনই এক স্বপ্ন পূরণে হামাগুড়ি দিতে দেখা গেল অহিদুর নামের এক যুবককে।

তিনি উচ্চ শিক্ষার জন্য এসেছেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসেন অহিদুর।


অহিদুরের বাড়ি রাজশাহীতে। তিনি হাঁটতে পারেন না। হাতের ওপর ভর দিয়েই চলাচল করতে হয় তাকে। তার স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে পড়াশুনা করা।


বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা অহিদুরের একটি ছবি মন কেড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইমরান হুসাইন নামে এক শিক্ষার্থী লিখেছেন ‘জীবন যুদ্ধে  হার না মানা একজন যোদ্ধা। শারীরিক কমতি কখনো স্বপ্ন পূরণে বাধা হতে পারে না।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী সুমাইয়া পারভীন ফেসবুকে শেয়ার করেছেন অহিদুরের ছবি। তিনি লিখেছেন, ‘তুমি ছুটে চলো ইচ্ছাশক্তি নিয়ে, স্বপ্ন লুটোপুটি খাবে তোমার পদতলে। স্বপ্ন পূরণে বাধা হতে পারে শুধুই মানসিকতা, আর কিছু না।’


এই ছেলের স্বপ্ন পূরণের পাথেয় হয়ে থাকেন তার বাবা। ছেলেকে হুইল চেয়ারে নিয়ে এসেছেন কেন্দ্রে। অহিদুরের বাবা বলেন, স্বপ্ন পূরণে কোনো কিছুই বাধা না। প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি। আমার ছেলের সেই ইচ্ছাশক্তি আছে। আমি চেষ্টা করছি তার সঙ্গী হয়ে থাকতে।

ওহিদুর বলেন, ‘আমি হাঁটতে পারি না। হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করতে হয়। চলাফেরা করতে আমার খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট ছাড়া যে আবার কিছু অর্জন করা যায় না! তাই তো রাজশাহী থেকে কুষ্টিয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছি। যত কষ্টই হোক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আমার স্বপ্ন।’
-কালের কণ্ঠ।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৭:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত