শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০

সেনবাগে ইদুর মারার ফাঁদে রিকশা চালকের মৃত্যু,গ্রেফতার-২

নোয়াখালী প্রতিনিধি :: | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট  

সেনবাগে ইদুর মারার ফাঁদে রিকশা চালকের মৃত্যু,গ্রেফতার-২

নোযাখালীর সেনবাগে ধান খেতে ইদুর মারার ফাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রিকসা চালক সাইফুল ইসলাম ওরফে শাহাজাহানের নিহতের ঘটনায় পুলিশ ২জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বীরনারায়নপুর গ্রামের বসু পাটোয়ারী বাড়ির জেসমিন আক্তার (৩৭) ও একই বাড়ির আবুল খায়ের (৫৫)।


মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সুত্রে জান যায়, গত মাসের ১২ নভেম্বর শুক্রবার উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের বসু পাটোয়ারী বাড়ির জেসমিন আক্তার প্রতিবেশী আবুল খায়ের তাদের ধান খেত ইদুরের আক্রমণ থেকে রক্ষার জন্য অবৈধ ভাবে ধান খেতের চারিদিকে গুণাতার দিয়ে পলিবেষ্টিত করে ইদুর মারার ফাঁদ তৈরি করে এবং ওই ফাদে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এরপর প্রতিবেশী রিকসা চালক মো.সাইফুল ইসলাম ওরফে শাহাজাহান রাতে মাছ শিকারের জন্য বের হয়ে ওই জমিনের আইলে গিয়ে ইদুরের জন্য ফাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। পরে শুক্রবার সকালে প্রতিবেশীরা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে।


এ ঘটনায় নিহতের স্ত্রী সেতারা বেগম বাদী হয়ে সেনবাগ থানায় ধারা-৩০৪-ক পেনাল কোড (অবহেলা জনিত মৃত্যু) মামলা হয় নং ০৫। এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তারেকুর রহমান সোমবার দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত জেসমিন আক্তার ও আবুল খায়েরকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, অবৈধ ভাবে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গত এক বছরে সেনবাগে ৪ জনের মৃত্যু হয়েছে।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত