শনিবার ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১

সুনামগঞ্জে ইউপি নির্বাচন : আ’লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়াকার

অনলাইন ডেস্ক : | শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

সুনামগঞ্জে ইউপি নির্বাচন : আ’লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়াকার

সুনামগঞ্জের ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। দশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চারজন প্রার্থী। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিনজন এবং স্বতন্ত্র প্রার্থী তিনজন বিজয়ী হয়েছেন।
ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে সুন্দর আলী, কালারুকা ইউনিয়নে অদুদ আলম এবং উত্তর খুরমা ইউনিয়নে বিলাল আহমদ বিজয়ী হয়েছেন।
ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম (আনারস) প্রতীক, দক্ষিণ খুরমা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন (টেলিফোন) প্রতীক নিয়ে এবং জাউয়া বাজার ইউনিয়নে আব্দুল হক (ঘোড়া) প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম (চশমা), চরমহল্লা ইউনিয়নে আবুল হাসনাত (মোটরসাইকেল) এবং সুফি আলম সোহেল (টেলিফোন) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এদিকে, দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন- ১নং বাংলাবাজারে স্বতন্ত্র প্রার্থী এম আবুল হোসেন (চশমা), ২ নং নরসিংপুরে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, ৩ নং দোয়ারা সদরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হামিদ, ৪ নং মান্নারগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ইজ্জত আলী (মোটরসাইকেল), ৫ নং পান্ডারগাঁওয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ৬ নং দোহালিয়ায় স্বতন্ত্র প্রার্থী শামীমুল ইসলাম শামীম (আনারস), ৭ নং লক্ষীপুরে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম (মোটরসাইকেল), ৮ নং বোগলাবাজারে আওয়ামী লীগ মনোনীত মিলন খান এবং ৯ নং সুরমা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ হালিম বীর প্রতীক।
ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুর রহমান জানান, ছাতকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

 


Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত