শনিবার ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১

সিলেটে চালু হতে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির পাঁচ তারকা হাসপাতাল

সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট  

সিলেটে চালু হতে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির পাঁচ তারকা হাসপাতাল

প্রায় তিনশ’ কোটি টাকা বিনিয়োগে সিলেটে চালু হতে যাচ্ছে পাঁচ তারকা মানের আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড। সর্বাধুনিক প্রযুক্তির ও সর্বোত্তম সেবার অঙ্গীকার নিয়ে আড়াইশ’ শয্যার এ হাসপাতালটির উদ্বোধন হবে আগামী ২৩ জানুয়ারি।

কার্যক্রম শুরুর লগ্নে ব্যতিক্রমী আয়োজন করেছে আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড। আগামী ২৩ জানুয়ারী থেকে আল হারামাইন ৩০ জানুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।


সিলেট নগরীর সোবহানীঘাটে নির্মিত এ হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক (প্যাথলজি ও ইমেজিং) কার্যক্রম শুরু হবে ২৩ জানুয়ারি।

খ্যাতিয়ামান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান এই হাসপাতালটি গড়ে তুলেছেন।


মোহাম্মদ মাহতাবুর রহমান জানান, আড়াইশ’ শয্যার এ হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিগুলো নিয়ে আসা হয়েছে। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে আনা হয়েছে অত্যাধুনিক এমআরআই ও সিটিস্ক্যান মেশিন। হাসপাতালে থাকছে বাংলাদেশের প্রথম ৬টি মডিউলার অপরাশেন থিয়েটার। দেশের প্রসিদ্ধ চিকিৎকরা ছাড়াও বিদেশী চিকিৎসকরাও এখানে চিকিৎসা সেবা প্রদান করবেন।

তিনি বলেন, সিলেটের প্রথম পাঁচ তারকা মানের এই হাসপাতালে সর্বোত্তম সেবা নিশ্চিত করা হবে।


মাহতাবুর রহমান  বিশ্ব নন্দিত পারফিউম ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপের কর্ণধার ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান। এছাড়া বিয়ানীবাজার হাসপাতালের ট্রাস্টি হিসেবেও রয়েছেন তিনি।

আল হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের হাসপাতালের কার্যক্রম চালু উপলক্ষে ২৩ জানুয়ারী থেকে প্রতিদিন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ দিবেন।

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য ফোন নম্বর হচ্ছে ০৮২১-৭২৯৯৮১-৯ এবং ইমেইল : alharamainhospital@gmail.com

সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত