বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০

ভোটারদের মন জয় করতে নানা কৌশলের চেষ্টা

বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

ভোটারদের মন জয় করতে নানা কৌশলের চেষ্টা

আগামী ২৮শে ডিসেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন। বড়লেখা উপজেলা ৩ ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে। যার সদস্য সংখ্যা ১৭ জন। তাই এখানকার প্রার্থীদের প্রচার প্রচারনায় মূখরিত হয়ে উঠেছে পুরো উপজেলা। চায়ের দোকানী গুলোতে প্রার্থীদের পক্ষে বিপক্ষে নানা যুক্তি তর্ক চলছে। ভোটারদের মন জয় করতে নানা কৌশলের চেষ্টা চালাচ্ছে প্রার্থীরা।

জানা যায়, জেলা পরিষদের ১নং ওয়ার্ড হচ্ছে নিজ বাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর ইউনিয়ন ও পৌরসভা। এ ওয়ার্ডে আলোচনায় রয়েছেন টিউবওয়েল প্রতীক নিয়ে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন ও তালা প্রতীক নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ। এ দুই প্রার্থীর যে কেউ জয়ের মালা পরবেন। এখানে অন্য প্রার্থীরা হলেন বড়লেখা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মরহুম আব্দুল মালিকের ছোট ভাই আব্দুল নুর (উটপাখি),সাবেক ছাত্রলীগ নেতা আবু আহমদ হামিদুর রহমান (ঘুড়ি),সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন (ফ্যান)।


২নং ওয়ার্ড বর্ণী, দাসেরবাজার, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডে সদস্য পদের জন্য ভোটারদের মুখে  জোরেসোরে যা শোনা যাচ্ছে তা যদি ঠিক থাকে তবে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ঠিকাদার শহীদুল আলম শিমুল ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে যা ভোট পাবেন অন্য পাঁচ প্রার্থী মিলে তা পাবেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ নেতা স্বপন চক্রবর্তী (টিউবওয়েল)। অন্যান্য প্রার্থীরা হলেন বিএনপি নেতা ফয়জুল হক (অটোরিকশা),লোকমান আহমদ (তালা),সেলিম উদ্দিন (ফ্যান) ও নজরুল ইসলাম (হাতী)।

সুজানগর, দক্ষিণ ভাগ এবং জুড়ী উপজেলার দুটি ইউনিয়ন পশ্চিম জুড়ী ও পূর্বজুড়ী ইউনিয়ন নিয়ে ৩নং ওয়ার্ড গঠিত। ভোটারের ভাস্যমতে এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম তৈয়মুছ আলীর ছেলে পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু (তালা) ও দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের ছোটভাই সাবেক ছাত্রনেতা আজিম উদ্দিন (ফ্যান)। এ দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই জমবে। এ এখানে আজিমের অনুসারীরা বিজয় ছিনিয়ে আনতে বাজিমাত। এখানে অন্যান্য প্রার্থীরা হলেন সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম (টিউবওয়েল), দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নেতা সুব্রত কুমার দাস (হাতী), পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির (অটোরিকশা)।


এদিকে সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড থেকে দুজন প্রার্থী কোমর বেঁধে প্রচারণা চালাচ্ছেন। এরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জোবেদা ইকবাল (ফুটবল) ও সমাজসেবী ও ব্যবসায়ী আমেনা বেগম (হরিণ)।

সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৪:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত