বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০

বিপিএলে সেরা দশ বোলার

ক্রীড়া প্রতিবেদক,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭ | প্রিন্ট  

বিপিএলে সেরা দশ বোলার

ব্যাটসম্যানরা সেরা দশে প্রভাব বিস্তার করতে না পারলেও মান রেখেছেন দেশি বোলাররা। সেরা দশে আটজনই বাংলাদেশি বোলার। প্রথম পাঁচে দুজন আছেন বিদেশি।

১৩ ম্যাচে ২২ উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটস অধিনায়কের ১৬ রানে পাওয়া ৫ উইকেট এবারের বিপিএলে সেরা বোলিংয়ের ইনিংস। চার উইকেট পেয়েছেন এক ম্যাচে। ব্যাট হাতে না পারলেও বল হাতে বেশ সফল বিশ্বসেরা অলরাউন্ডার। কিপটে বোলিংয়ে ওভার প্রতি গড়ে ৬.৪৯ রান খরচ করেছেন সাকিব।


দ্বিতীয়
স্থানটিতেও আছেন আরেক বাংলাদেশি। খুলনা টাইটানসের আবু জায়েদ রাহি। ১২ ম্যাচে ৩৬৭ রান খরচ করে খুলনা পেসারের উইকেট ১৮টি। সেরা বোলিং ৩৫ রানে ৪ উইকেট। তবে ওভার প্রতি ৮.৯৫ রান খরচ করতে হয়েছে রাহিকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাসান আলি আছেন তিনে। ৯ ম্যাচে খেলে ১৬ উইকেট শিকার করেছেন পাকিস্তানি পেসার। ২০ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন এক ম্যাচে।


ব্যাটের চেয়ে বল হাতে এবার বেশ সফল মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩ ম্যাচে ১৬ উইকেট ঝুলিতে পুরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেস অলরাউন্ডার। তবে রান খরচে কিপটে হতে পারেননি তিনি। বিলিয়েছেন ওভার প্রতি ৭.৭৯ গড়ে ৩৪৩ রান।

শহীদ আফ্রিদিকে দিয়ে খরচের পয়সা উসুল করিয়ে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। সময় সময় জ্বলে উঠেছেন বল ও ব্যাট হাতে। তবে বোলিংয়েই বেশি সফল পাকিস্তানি অলরাউন্ডার। মাত্র ৭ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন আফ্রিদি। ওভার প্রতি রান দিয়েছেন ৭ করে। সেরা বোলিং ১২ রানে ৪ উইকেট।


ছয়ে আছেন আবু হায়দার রনি। ১৩ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন ঢাকা ডায়নামাইটস পেসার। সাতে আছেন রুবেল হোসেন। ১১ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন রংপুর রাইডার্স পেসার।

আটে আছেন রুবেলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রংপুর রাইডার্স অধিনায়ক ১৪ ম্যাচে ৩৭১ রান খরচায় উইকেট শিকার করেছেন ১৫টি। বোলিংয়েও বেশ টাইগারদের ওয়ানডে অধিনায়ক। গড়ে প্রতি ওভারে ৬.৭৪ রান দিয়েছেন ম্যাশ।

৯ নম্বরে তাসকিন আহমেদ। চিটাগং ভাইকিংস পেসার ১১ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। তবে তাকে রান খরচ করতে হয়েছে ওভার প্রতি ৯.৩৪ করে। বিপিএলের অন্যতম খরুচে বোলারের নামও তাই তাসকিন।

সেরা দশের শেষটিতে আছেন রংপুর রাইডার্সের আরেক বোলার নাজমুল ইসলাম অপু। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে ২ উইকেট নিয়ে টুর্নামেন্টে মোট ১৪ উইকেট রংপুর স্পিনারের।

সংবাদমেইল/জেএইচজে

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত