মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

ফেসবুকে কাবার অশ্লীল ছবি, অশান্ত পশ্চিমবঙ্গ

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৫ জুলাই ২০১৭ | প্রিন্ট  

ফেসবুকে কাবার অশ্লীল ছবি, অশান্ত পশ্চিমবঙ্গ

ছবিঃ- উত্তর ২৪পরগনার বসিরহাটের বাদুড়িয়া এলাকায় রাস্তা কেটে জ্বালিয়ে দেয়া হয়েছে গার্ডরেল

পশ্চিমবঙ্গে পবিত্র কাবাঘর নিয়ে ফটোশপ করা একটি অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।


ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে তা থেকে ব্যাপক অশান্তি ছড়িয়েছে।

পুলিশ বলছে, বাদুড়িয়া, দেগঙ্গা, স্বরূপনগর আর বসিরহাট এলাকাগুলোতে সোমবার সন্ধ্যা থেকেই অশান্তি শুরু হয়। বহু মানুষ রাস্তা আর রেল অবরোধ করে অনেক রাত পর্যন্ত।


বিভিন্ন মুসলিম সংগঠনের নেতারা অবরোধকারীদের বোঝাতে থাকেন যে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে, কাজেই তারা যেন অবরোধ তুলে নেন। কিন্তু নেতাদের কথা শোনেন নি ওই অবরোধকারীরা।

রাতে অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেয়া হলেও মঙ্গলবার সকাল থেকে ফের অশান্তি শুরু হয়।


বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হতে থাকে। সব চেয়ে বেশি অশান্তি হয়েছে বাদুড়িয়া এলাকায়।

বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ভাঙচুর করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ সুপারিনটেনডেন্টের গাড়িও।

সন্ধ্যায় বিএসএফের চারটি কোম্পানি বসিরহাট সংলগ্ন চারটি থানা এলাকায় নামানো হয়েছে। কলকাতা আর হাওড়া থেকেও পুলিশ বাহিনী গেছে বলে রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এসব বিক্ষোভকারীর আসলে কোনো নেতৃত্ব নেই। সামাজিক মাধ্যমে নানা ছবি আর গুজব ছড়িয়ে পড়ায় তারা বারে বারে অশান্ত হয়ে উঠছে। ধর্মীয় বা সামাজিক নেতাদের কথাও এরা শুনছে না।

গুজব না ছড়ানোর জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট করা হয় সারা দিন ধরে।

রাত ৮টা পর্যন্ত পাওয়া খবরে জানা যায়, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে প্রশাসন।

অন্যদিকে বাদুড়িয়ার অশান্তি নিয়ে মঙ্গলবার এক অভূতপূর্ব বাদানুবাদ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির মধ্যে।

মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন, বাদুড়িয়ার অশান্তি নিয়ে রাজ্যপাল তাকে অত্যন্ত অপমান করেছেন। মুখ্যমন্ত্রী সংবাদ সম্মেলন ডেকে এও বলেন যে রাজ্যের নির্বাচিত প্রশাসক তিনি, রাজ্যপালের কোনো অধিকার নেই এইভাবে তাকে অসম্মান করার। তবে রাজ্যপালের আবাস থেকে জানানো হয়েছে যে ত্রিপাঠি মুখ্যমন্ত্রীকে অসম্মান করার মতো কিছু বলেন নি। সূত্র বিবিসি বাংলা।

সংবাদমেইল২৪.কম/এসএএস/এনআই

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত