শনিবার ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১

জানুয়ারিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চা প্রদর্শনী

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

জানুয়ারিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চা প্রদর্শনী

বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে দেশে প্রথমবারের মতো চা প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ১২-১৪ জানুয়ারি ৩ দিনব্যাপী এই চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনী প্রবেশ মূল্য ছাড়া সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে গোল্ড প্যাভিলিয়ন ও সিলভার প্যাভিলিয়নসহ ৩০ টি প্যাভিলিয়ন এবং ২০ টি স্টল থাকবে।


বাংলাদেশ চা বোর্ডের চা ব্যবস্থাপনা কোষের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান আকন্দ জানান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি’র ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের চা সংশ্লিষ্ট বেশ কিছু কোম্পানি অংশ নিবে। বাংলাদেশীয় চা সংসদ, দেশের বিভিন্ন চা উৎপাদনকারী প্রতিষ্ঠান, চা প্যাকেজিং ও বাজারজাতকরণ কোম্পানি, বিভিন্ন মেশিনারিজ কোম্পানিসহ চা সংশ্লিষ্ট কোম্পানিগুলো প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।


এছাড়াও টি গ্রোয়ার্স, টি প্ল্যান্টার্স টি ব্রোকার্স, টি প্রডিউসার, সিরামিক কোম্পানি, ইকো-ট্যুরিজম প্রতিষ্ঠান, হোটেল-রিসোর্ট প্রতিষ্ঠান অংশ নিবে।

মো. শাহজাহান আকন্দ আরো জানান, চা প্রদর্শনী ২০১৭ এ বাংলাদেশে উৎপাদিত হ্যান্ডমেইড সাতকড়া চা, অর্থোডক্স চা, গ্রিন টি, হোয়াইট টি, সিলভার টি, উলং টি, সিটিসি ব্লাক প্রিমিয়াম টি, সাইট্রোনালা টি, জিনজার টি, রোজ টি, লেমন টি, তুলসি চা, আমলকি চা ও তেজপাতা চা প্রদর্শন ও বিক্রয় করা হবে।


সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস 

 

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৭:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত