শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১

নৌকার হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে দিলেন

তৃতীয় লিঙ্গের ঋতু এখন ইউপি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক : | সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

তৃতীয় লিঙ্গের ঋতু এখন ইউপি চেয়ারম্যান

নজরুল ইসলাম ঋতু্। সবাইকে তাক লাগিয়ে প্রথম একজন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে। হারিয়ে দিয়েছেন নৌকা প্রতীকের হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থীকে। আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানা হেভিওয়েট হলেও ঋতুর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। এ খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।
২৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীকে ঋতু পেয়েছেন ৯ হাজার ৫৫৭ ভোট। নিকটতম নৌকা প্রতীকের নজরুল ইসলাম সানা পেয়েছেন মাত্র চার হাজার ৫২৯ ভোট। ইউনিয়নে মোট ভোটার ছিল ১৯ হাজার ৬০০।
বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংবাদমাধ্যমকে তৃতীয় লিঙ্গের ঋতু বলেন, ‘এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছিলেন। ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছি, এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চাই।’
ঋতু আরও বলেন, ‘এ জয় ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। কাজের মাধ্যমে মানুষের ঋণ পরিশোধ করার চেষ্টা করব।’
এলাকাবাসী বলেন, ঋতু ঢাকাতে থাকলেও পরিবারের টানে প্রায়ই তিনি গ্রামের বাড়িতে আসেন। ১৫ বছর ধরে তিনি ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে আসছেন। এভাবেই এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকে। ঋতুর বিজয়ে খুশি এলাকার মানুষ।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলার তিনটি ইউনিয়নে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের ওহিদুজ্জামান ওদু, ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকের আলী হোসেন অপু ও ৯ নম্বর বারবাজার ইউনিয়নে নৌকা প্রতীকের আবুল কালাম আজাদ। সূত্র : এন টিভি অনলাইন

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৯:১২ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত