বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০২৪ | ৫ বৈশাখ, ১৪৩১

ডাকাতির ঘটনায় অবহেলা,কুলাউড়ার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯ | প্রিন্ট  

ডাকাতির ঘটনায় অবহেলা,কুলাউড়ার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

কুলাউড়ায় ব্যবসায়ীর অভিযোগে এক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে। দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এএসআই মো. ওয়াসিমকে প্রতাহার করার নির্দেশনা দিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম।

জানা যায়, সম্প্রতি উপজেলার ভাটেরায় সুপ্রিম কোর্টের আইনজীবী খালেদ আহমদের বাড়িতে রাতে ডাকাতির ঘটনার পর ওই ইউনিয়নের দায়িত্বে থাকা ওয়াসিম ডাকাতির খবর পেয়েও কোন গুরুত্ব না দেওয়ার বিষয়টি জেলার নবাগত এসপি বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রথমবারের মতো সুধীজনদের মতবিনিময় সভায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম পুলিশ সুপারকে এ অভিযোগ করেন।


পরে পুলিশ সুপার অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ওয়াসিমকে তাৎক্ষণিক জেলা পুলিশ লাইনে প্রত্যাহারের বিষয়টি অনুষ্টানে বক্তব্য প্রদানকালে জানিয়ে দেন।

এছাড়াও তার দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করা হবে। পাশাপাশি তদন্ত প্রমানিত হলে পুলিশিং বিভাগীয় ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।


উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে সুপ্রিম কোর্টের আইনজীবি সাবেক সহকারী এটর্নী জেনারেল খালেদ আহমদের উপজেলা ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামস্থ বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির খবরে পুরো উপজেলা জুড়ে পুলিশের নিয়ে স্থানীয়রা ব্যাপক আলোচনা সমালোচনা করেন।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৮:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত