মঙ্গলবার ১৬ এপ্রিল, ২০২৪ | ৩ বৈশাখ, ১৪৩১

জামালগঞ্জে পাউবোর ব্লক দিয়ে খাদ্য গোদামের সীমানা প্রাচীর নির্মাণ

জামালগঞ্জ প্রতিনিধিঃ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | প্রিন্ট  

জামালগঞ্জে পাউবোর ব্লক দিয়ে খাদ্য গোদামের সীমানা প্রাচীর নির্মাণ

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা খাদ্য গোদামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংরক্ষিত ব্লক দিয়ে নিরাপত্তা বেষ্টনি নির্মাণ করেছে ঠিকাদারী প্রতিষ্টান তমা কনস্ট্রাকশন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, ডর্ক ইয়ার্ড ইঞ্জিনিয়ার লিমিটেড উপজেলার তিনটি খাদ্য গোদামে ৩ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ২৯ টাকায় ড্রয়িং ডিজাইন অনুযায়ী ২৩ নভেম্বর ২০১৯ থেকে ১৫ জুলাই ২০২০ সালে কাজটি সম্পন্ন করার চুক্তিতে টেন্ডার প্রাপ্ত হয়। ডর্ক ইয়ার্ড ইঞ্জিনিয়ার লিমিটেড তমা কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে সাব লিজ দেয়। তমা কনস্ট্রাকশন উক্ত কাজটি আবার সাবলিজ দেয় ইউ টেক ঠিকাদারী প্রতিষ্ঠানকে। একই কাজ ইউ টেক পুনরায় ইকুরে কনস্ট্রাকশন লিমিটেডকে হস্তান্তর করে। চতুর্থ সাবলিজ দ্বারী প্রতিষ্ঠান ইকুরে কনস্ট্রাকশন লিমিটেড এর ইঞ্জিনিয়ার আবু জাফর খন্দকারের তত্তাবধানে ফরমেন হাবিবুর রহমান খাদ্য গোদামে পাউবোর সংরক্ষিত ব্লক কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সীমানা প্রাচীরে ব্যবহার করে।


বিষয়টি উপজেলার গনমাধ্যম কর্মীদের নজরে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) প্রচার করা হলে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর নজরে আসলে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবকে গঠনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপ সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এরশাদ হোসেন ও পাউবোর উপ সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল কবিরকে নিয়ে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

৩০ নভেম্বর সকালে টিম প্রধান ইউনও গঠনাস্থল পরিদর্শন করেন। ৪ সদস্যের তদন্তকারী টিম বিকেলে খাদ্য গোদামের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইকুরে কনস্ট্রাকশন লিমিটেড এর পক্ষে আবু জাফর খন্দকার ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সিলেটের রক্ষানাবেক্ষন কর্মকর্তা ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাহাব উদ্দিন সহ গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তদন্ত করেন।


এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের দ্বায়িত্ব প্রাপ্ত আবু জাফর খন্দকার বলেন, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত পাউবোর ব্লক ব্যবহার করা ভূল হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য অনুতপ্ত।

আঞ্চলিক রক্ষনাবেক্ষন কর্মকর্তা ইঞ্জিনিয়ার সাইদুর রহমান জানান, আমার অনুমতি না নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ করেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ৪ সদস্য বিশিষ্ট টিমকে নিয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:৪১ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত