শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০

জনতা ব্যাংক লিঃ সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্পন্ন

মোঃ মানজুরুল হক,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট  

জনতা ব্যাংক লিঃ সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্পন্ন

সিলেটঃ  জনতা ব্যাংকের সিইও এবং এমডি মোঃ আব্দুস সালাম এফসিএ বলেছেন,জনতা ব্যাংক জনগণের ব্যাংক। এ কথা মনে রেখে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। শুধু আমানত সংগ্রহ করলেই চলবেনা বরং উদ্যোক্তা সন্ধান করে নতুন উদ্যোক্তা সৃষ্টি করে ঋণ সহয়তা কার্যক্রম জোরদার করতে হবে। ঋণ কর্মসূচীতে ঋণ প্রবাহ বৃদ্ধির জন্য শাখা প্রধানগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঋণ প্রদানে এক ধরনের সেবা। এই সেবার মাধ্যমে বেকার জনগোষ্ঠী কর্মক্ষম ও স্বাবলম্বি করা সম্ভব। তিনি সকল শাখা প্রধানের চলতি বছরের এ পর্যন্ত অর্জন পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং মহিলা উদ্যোক্তাদের সুদ মুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের আহবান জানান। সিলেটে জনতা ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

(২৩ জানুয়ারি) সোমবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মাহমুদুল হকের সভাপতিত্বে ও বিভাগীয় সিনিয়র অফিসার সৎ চয়ন দাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ডিজিএম আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ এরিয়া অফিসের ডিজিএম পল্লব কুমার দেব, মৌলভীবাজার এরিয়া অফিসের ডিজিএম মাহবুবুর রহমান, হবিগঞ্জ এরিয়া ডিজিএম রুহুল আমীন খান, সিলেট কর্পোরেট শাখার ডিজিএম আবুল হোসেনসহ সিলেট বিভাগের জনতা ব্যাংকের জেলা-উপজেলার শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে জনতা ব্যাংকের প্রধান সিইও এমডি মোঃ আব্দুস সালাম নগরীর আম্বারখানায় সিলেট এরিয়া অফিস উদ্বোধন করেন।


স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সালেহ আহমদ ও গীতা পাঠ করেন কাজিটুলা ব্যংকের শাখা ব্যবস্থাপক সুবিনয় রায়। বাইবেল পাঠ করেন ব্যবস্থাপক গিটার বিশ্বাস।


সংবাদমেইল২৪.কম/এমএইচ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৮:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত