বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০

কুলাউড়ায় ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি জোহরা আলাউদ্দিন

মোঃ তাজুল ইসলাম,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট  

কুলাউড়ায় ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি জোহরা আলাউদ্দিন

কুলাউড়ায় ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন।

(২৭ফেব্রুয়ারী) শনিবার বিকেলে রাউৎগাঁ ইউনিয়নের রাউৎগ্রাম গ্রামের রাস্তা ইট সলিং, লালপুর গ্রামের রাস্তা ইটসলিং, কবিরাজী গ্রাম হইতে কবরস্থান পর্যন্ত রাস্তা ইটসলিং ও মাটি ভরাট এবং কবিরাজী কবরস্থানের গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসন-৩৬ এর সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।


এ সময় তিনি সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন কুলাউড়া উপজেলায়ও উন্নয়ন, বিদ্যুতায়ন, নানাবিধ নাগরিক সমস্যা নিরসন করা হবে।

এদিকে ২৮ ফেব্রুয়ারী রবিবার দুপুরে রাউৎগাঁও ইউনিয়নের পঞ্চিম রাউৎগাঁও হইতে কালিজুরী রাস্তা ইট সোলিং,রাউৎগাঁও গিয়াস উদ্দীন (রহ.) সড়কে বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন গেইট নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বিকেলে সদর ইউনিয়নের দাসের মহল গ্রামের রাস্তা ইট সোলিং ও কর্মধা ইউনিয়নের গুতুম পুর রাস্তা ইট সোলিং উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন ।


এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ, সাবেক সম্পাদক মোঃ ইউনুছ মিয়া, রাউৎগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী নৌকার প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক রাসেল আফজাল চৌধুরী রুম্মান, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক বিলকিস বানু,চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, উপজেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক ফজলে মৌলা চৌধুরী ফুয়াদ, কুলাউড়া সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী নৌকার প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আফাজুর রহমান চৌধুরী ফাহাদ,রাউৎগাঁও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, আরিফুল ইসলাম বেলাল, ঈসমাইল হোসেন, আব্দুল আজিজ চৌধুরী রাহেল, আনু মিয়া,মহিলা মেম্বার হেপি বেগম,সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুক্তাদির চৌধুরী,সমাজ সেবক শাহীন আহমদ চৌধুরী, সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ, শামছুল ইসলাম,মানিক মিয়া,শাহারিয়া আলম সালাম প্রমুখ। অনুষ্ঠানে এলাকাবাসী বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন প্রধান অতিথিকে।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত