মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

কুলাউড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

কুলাউড়া সংবাদদাতা :: | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ | প্রিন্ট  

কুলাউড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মদিনাবাহী কাফেলার আয়োজনে ১১ টি মাদ্রাসার ৩৩ জন পরিক্ষার্থী নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(২০ জানুয়ারী) বিকালে স্থানীয় চৌধুরী বাজার আলিম মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মদিনাবাহী কাফেলার ভারপ্রাপ্ত সভাপতি কাজী সৈয়দ মাওঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য মবশীর আলী, চৌধুরী বাজার আলিম মাদ্রাসা প্রিন্সিপাল আবুল বাশার,বিচারক হাফিজ জাকির হোসেন,ভারপ্রাপ্ত সহ সুপার নাজমুল ইসলাম,বক্তব্য রাখেন সৈয়দ ইকবাল সালাম, রাউৎগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আনু মিয়া, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল মুক্তাদির মনু, হাফিজ জাকির হোসেন,প্রতিযোগি মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন হাফিজ ইকরামুল ইসলাম, হাফিজ আব্দুল মনাফ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মদিনাবাহী কাফেলার প্রচার সম্পাদক আব্দুল আজিজ শামিম।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আহসান উদ্দীন,ক্বারী ইসরাফ আলী, হাফিজ তুহিন আহমদ, হাফিজ আব্দুল গণি,হাফিজ রুহুল আমিন, হাফিজ রহম উল্লাহ,বিচারক হাফিজ আবুল বাশার চৌধুরী, চৌধুরী বাজার মাদ্রাসার ম্যনেজিং কমিটির সদস্য এস কে লুৎফুর রহমান।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মদিনাবাহী কাফেলার সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী।


অনুষ্ঠানে প্রথম পর্ব সকাল ৮ টায় পুরশাই হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ আনসার উদ্দীনের দোয়ার মাধ্যমে শুরু হয়। প্রথম পর্বে প্রতিযোগীতার উপস্হাপকের দায়িত্বে ছিলেন রায়নানুর রহমান। অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারীদের ৩ হাজার টাকা করে,২য় স্থান অধিকারীদের ২ হাজার টাকা করে, তৃতীয় স্থান অধিকারীদের ১ হাজার টাকা করে প্রদান করা হয় এবং সকল প্রতিযোগীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিচারকদের হাতে ক্রেস্ট তুলে দেন মদিনাবাহী কাফেলার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসা,আলালপুর হাফিজিয়া মাদ্রাসা,লংলা রাশিদীয়া হাফিজিয়া মাদ্রাসা,দারুল কোরআন হিংগাজিয়া হাফিজিয়া মাদ্রাসা,জবলেনূর ইন্টারন্যশাল হাফিজিয়া মাদ্রাসা, রবির বাজার মৌলভী আওর খাঁন হাফিজিয়া মাদ্রাসা,আমানীপুর নূরে আমান হাফিজিয়া মাদ্রাসা,মনছবীয়া এহছানীয়া হাফিজিয়া মাদ্রাসা উত্তরবাজার কলাউড়া,নিজামিয়া বিশকুটি হাফিজিয়া মাদ্রাসা গুপ্ত গ্রাম,হোসেনপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসা মোট ১১ টি মাদ্রাসা উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।

প্রতিযোগীতায় ক বিভাগে প্রথম হয়েছেন ইমামুল ইসলাম শাহী আলালপুর হাফিজিয়া মদ্রাসা,২য় হয়েছে শরিফুল করিম শান্ত, ৩য় হয়েছে নাজমুছ সাকিব জবালে নূর হাফিজিয়া মাদ্রাসা। (খ) বিভাগে প্রথম হয়েছে আরাফাত হোসেন রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসা,২য় হয়েছেন সালাউদ্দীন মনছফিয়া হাফিজিয়া মাদ্রাসা, ৩য় হয়েছে রাব্বী আলাল পুর হাফিজিয়া মাদ্রাসা, (গ) বিভাগে ১ম হয়েছে লিমন আহমদ আলাল পুর হাফিজিয়া মাদ্রাসা ২য় হয়েছেন জোয়েল আহমদ নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসা গুপ্তগ্রাম ও ৩য় হয়েছেন মুজিবুল আলম হাদি বাবনিয়া হাসিমপুর নিজামিয়া হাফিজিয়া এতিমখানা।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত