শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০

কুলাউড়ায় সফি আহমদ সলমানকে নাগরিক সংবর্ধনা

কুলাউড়া সংবাদদাতা :: | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট  

কুলাউড়ায় সফি আহমদ সলমানকে নাগরিক সংবর্ধনা

কুলাউড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৬ নভেম্বর (বুধবার) বিকেলে কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে (ডাক বাংলো মাঠে) নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে কমিটির আহবায়ক মনসুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল ইসলাম তায়েফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।


সংবর্ধিত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, অফিসার ইনচার্জ মোঃ ছালেক আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল মুবিন জিহাদী ও গীতা পাঠ করেন কুলাউড়া সিটিএস মন্দিরের অধ্যক্ষ দামোদর মহারাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মোমিন, শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান এম জিমিউর রহমান ফুল মিয়া, কুলাউড়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ মিয়া, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমুখ।

সংবর্ধিত অতিথি ও উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন ও উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্বের এই অর্জন কুলাউড়াবাসীর। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব পেলেই আজকের এই আয়োজনের সফলতা আসবে।


অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি একেএম সফি আহমদ সলমানকে নাগরিক সংবর্ধনা কমিটি, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকা, কাদিপুর ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সমিতি, উপজেলা কৃষকলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা মৎস্যজীবি লীগ, ভূকশিমইল ইউনিয়ন ছাত্রলীগ, কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগ, কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়ন, জয়চন্ডী ইউনিয়ন ছাত্রলীগ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রলীগ, রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগ, তরুণ লীগ কুলাউড়া, ব্রাদার্স অব কুলাউড়া, সিঙ্গুর পানপুঞ্জি, ফারিয়া কুলাউড়া, হিঙ্গাজিয়া চা-বাগান পঞ্চায়েত কমিটি, পশ্চিম ব্রাহ্মণবাজার সিএনজি স্ট্যান্ড, ইয়াং স্টার ক্লাবসহ অর্ধ শতাধিক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কয়েক হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৫:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত