শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১

কুলাউড়ায় খাবারে বিষক্রিয়ায় স্কুল ছাত্রীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১১ আগস্ট ২০১৯ | প্রিন্ট  

কুলাউড়ায় খাবারে বিষক্রিয়ায় স্কুল ছাত্রীর মৃত্যু

কুলাউড়ায় খাবার খেয়ে অসুস্থ হয়ে ইমা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী মারা গেছে। একই খাবার খেয়ে ওই ছাত্রীর মা ও বড় ভাই অসুস্থাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (১০ আগস্ট) উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলানগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ইমা ওই এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুর রহিমের মেয়ে। সে স্থানীয় হিঙ্গাজিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলো।


এদিকে এঘটনায় কুলাউড়া তানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ, কুলাউড়া হাসপাতাল কমপ্লেক্স কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে প্রবাসী রহিমের স্ত্রী জাহানারা বেগম (৪৫), ছেলে ইমন মিয়া (২০) ও মেয়ে ইমা বসবাস করতো। গত শুক্রবার ( ৯ আগস্ট) রাতে তারা একসাথে খাবার খায়। এরপর তিনজন বমি শুরু করেন। ওই রাতেই স্বজনেরা তাঁদের কুলাউড়া হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে ইমা চিকিৎসা না নিয়ে রাতেই বাড়ি ফিরে যায়। ইমার মা ও ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন শনিবার ইমা আবার অসুস্থ হয়ে পড়লে আবারও ইমাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। এসময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পান কর্তব্যরত চিকিৎসকরা। পরে হাসপাতালে ভর্তি থাকা মা ও ভাই হাসপাতালের কাউকে না জানিয়ে ইমার লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে ইমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে জাহানারা ও ইমন পুনরায় অসুস্থ হয়ে পড়ায় সকালেই স্বজনেরা তাঁদের সিলেটে নিয়ে যান।


কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক বলেন, পরিবারের মা, ছেলে ও মেয়ে তিনজনই বমি করছিলো। এর সাথে তাদের মাথা ব্যাথাও ছিলো। ইমা চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে যায়। খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা অসুস্থ হতে পারে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে। তবে কি ধরণের বিষ্য তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা সম্ভব না।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ইমার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নি। ময়নাতদন্তের জন্য ইমার লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১০:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০১৯

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত