শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১

কুলাউড়ার আব্দুল করিম আর নেই

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৮ অক্টোবর ২০১৭ | প্রিন্ট  

কুলাউড়ার প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক কৃষক নেতা আব্দুল করিম আর নেই। মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার নামাজে জানাজা শেষে নিজবাড়ি বড়কাপনের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাপ্তাহিক সীমান্তের ডাক পরিবারসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, আব্দুল করিম ১৯৪৩ সালে ১লা জুলাই কুলাউড়ার বড়কাপন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পিতা আব্দুর রহিমের প্রথম পুত্র। কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬১ সালে মেট্রিক পাশ করেন। ছাত্রাবস্থায় আব্দুল করিম ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তারপর কমরেড আবু তাহেরের মাধ্যমে ১৯৫৯ সালের দিকে গোপন কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্ট হন। ১৯৬২ সাল তিনি কমিউনিস্ট পার্টির পূর্ণ সদস্যপদ লাভ করে কিছুদিন শাখা সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন। মাওয়ের মতাদর্শে আস্থাশীল আব্দুল করিম কৃষক সমিতি, পাহাড় কামলা সমিতিসহ ন্যাপেও (ভাসানী) কাজ করেছেন। পেশাগত জীবনে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারি স্বাস্থ্য পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন আব্দুল করিম।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৯:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত