শনিবার ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১

ইতালিতে সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ নারী

সংবাদমেইল ডেস্ক | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট  

ইতালিতে সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ নারী

ইতালিতে সিটি করপোরেশনের নির্বাচনে পিডি’র সঙ্গে কোয়ালিশনভুক্ত ফ্রাসকাটি প্রোগেসিস্তা দলের কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক পাপিয়া আক্তার।

পাপিয়া আক্তার এআরসিআই রোমা এর নির্বাচিত ডিরেক্টর এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্যে আইনি নির্দেশিকা ডেস্কের দায়িত্ব পালন করছেন।

প্রায় এক যুগ ধরে তিনি ইতালির সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বাংলাদেশের পক্ষে সাংস্কৃতিক মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার অভিবাসীদের বিনামূল্যে আইনি ও মানবাধিকার প্রতিষ্ঠায় সহায়তা কাজ করে যাচ্ছেন পাপিয়া আক্তার।আগামী ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলের ভোট চেয়েছেন। নির্বাচিত হলে ফ্রাসকাটি শহরের সমস্যা সমাধান এবং অসহায় নারী, বৃদ্ধ ও অভিবাসীদের সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে আগামী ৩ ও ৪ অক্টোবর আসন্ন রোমের সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা কাউন্সিলর হিসেবে স্থানীয়দের সঙ্গে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত আরো দুই নারী। এরমধ্যে রোমে ৫ মিউনিসিপিওতে প্রার্থী হয়েছেন নারীনেত্রী লায়লা শাহ্ এবং ৭ নম্বর মিউনিসিপিও ও কমুনের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক জুমানা মাহমুদ।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

সংবাদমেইল |

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত