শনিবার ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১

আমরা শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল চাই: স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন ডেস্ক : | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

আমরা শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল চাই: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘গণতান্ত্রিক দেশে একটি শক্তিশালী বিরোধী দল অবশ্যই থাকবে। আমরা শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল চাই। কিন্তু রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতাবিরোধী অকল্যাণকর দল চাই না।’

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত ‘শেখ রাসেল, দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তাজুল ইসলাম বলেন, ‘যে দল মানুষের কল্যাণে কাজ করবে, সৃজনশীল হবে, দোষ-ত্রুটি ধরিয়ে দিয়ে সরকারের জবাবদিহির ব্যবস্থা করবে, এমন বিরোধী দল দেশে দরকার। এটা হলে সরকার তাদের দায়িত্ব পালন আরও বেশি সতর্ক হবে। কিন্তু দেশকে ধ্বংস করে, উন্নয়নকে ব্যাহত করে এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করে, এমন বিরোধী দল না থাকাই ভালো।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশের পরিচর্যা করা, মানুষের সেবা করা; ইচ্ছাকৃতভাবে দেশে অশান্তি সৃষ্টি করা নয়। এটা করার অধিকার কারও নেই। যত ষড়যন্ত্র করা হোক না কেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো।’


স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় এলজিইডি ও ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, এনআইএলজির মহাপরিচালকসহ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৯:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত