
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: দুদিনে বৃষ্টির কারণে এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোন ম্যাচ মাঠেই গড়াতে পারেনি। প্রথম দিনে পণ্ড হয়েছে দুটি ম্যাচ। শনিবার পরিত্যক্ত হয়েছে দিনের প্রথম ম্যাচ। বিরূপ এমন আবহাওয়ার মধ্যে বিপিএল চালানো কতটা যুক্তিসংগত।
এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। ঠিক তখনই নতুন সিদ্ধান্ত নিয়েছে বিপিএল কমিটি। বৃষ্টির মধ্যে এমন অপেক্ষা আর নয়। কয়েকদিন বিরতি দিয়ে নতুন করে শুরু হবে বিপিএল। আগামী ৮ নভেম্বর থেকে পুনরায় মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর।
শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, বিপিএল গভর্নিং কাউন্সিল, ৭টি ফ্রাঞ্চাইজি প্রতিনিধি এবং সম্প্রচার সত্ত্ব লাভকারী প্রতিষ্ঠান চ্যানেল নাইনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
পূর্বের শিডিউল অনুসারে ৮ নভেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যার ম্যাচে পরস্পরের মোকাবেলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবারের দুটি ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। আর রোববারের অনুষ্ঠেয় দুটি ম্যাচ হবে আগামী ১৪ নভেম্বর। শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিনে প্রথম দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দলগুলো রাজি থাকলে ঐ দুটি ম্যাচ আবারো অনুষ্ঠিত হবে।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৭:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.