
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে মেডিক্যাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সময় সীমা। এই সময় এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।
বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও নীতিমালা মনিটরিং কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.