
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ৬৫ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের সংগ্রহ করা ২৮৯ রানের জবাবে ৩৫৪ রান করে থেমেছে স্বাগতিকরা। ৯২ দশমিক ৪ ওভার ব্যাট করছে তারা।
টেস্টের দ্বিতীয় দিনের সংগ্রহ করা ৭ উইকেটে ২৬০ রান নিয়ে ব্যাটিং করতে নেমেছিল ব্লাক ক্যাপসরা। উইকেটে ছিলেন হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪। এই দুজনের মধ্যে সাউদি সোমবার দিনের শুরুতেই ফিরে যান। তবে ৯৮ রান করে থামেন নিকোলস। দলের হয়ে সর্বোচ্চ রান তারই। এছাড়া নিউজিল্যান্ডের হয়ে ৭৭ রান করেন রস টেলর, ৬৮ রান আসে টম লাথামের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে চারটি উইকেট নেন সাকিব আল হাসান। দুটি করে উইকেট মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে সৌম্য সরকারের ৮৬ ও সাকিব আল হাসানের ৫৯ রানে ভর করে ২৮৯ রান করে থেমেছিল। কিউইদের হয়ে টিম সাউদি পাঁচটি ও ট্রেন্ট বোল্ট চারটি উইকেট নিয়েছিলেন।
সংবাদেমইল২৪.কম/জেএ/এনএস
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.