মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০

৫ বছর মেয়াদী ভিসা দেবে ভারত

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৭ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

৫ বছর মেয়াদী ভিসা দেবে ভারত

বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং সহজতর করতে ভারত সরকার এখন থেকে পাঁচ বছর মেয়াদী ভিসা দেয়ার পদক্ষেপ নিয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।


সভায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আরী মীর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন কিছু নয়। এ সম্পর্ক ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু হয়েছে। এ সম্পর্ক দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। এখন কোনো ব্যক্তি শুধু একা নয়, তার গোটা পরিবার নিয়ে সহজেই ভিসা পেয়ে যে কোনো কাজের জন্য ভারতে যেতে পারবেন। শুধু এক বছর মেয়াদী নয়, এখন থেকে পাঁচ বছর মেয়াদী ভিসা দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে।”


রামপাল প্রকল্প নিয়ে তিনি বলেন, “রামপাল প্রজেক্ট ভারত-বাংলাদেশের একটি যৌথ উদ্যোগ। এটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে এ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।”

মতবিনিময় শেষে সার্কিট হাউজে জেলা প্রশাসকের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার দুই কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুরে সাতটি উন্নয়ন প্রকল্পে স্বাক্ষর করেন।


সংবাদমেইল২৪.কম/ই এ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত