
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ ৪র্থ বর্ষ পেরিয়ে আনুষ্ঠানিকভাবে ৫ম বর্ষে পদার্পণ করলো।
উৎসবমূখর পরিবেশে শুক্রবার সকাল ১০টায় কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে গ্রুপের আয়োজনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় গ্রুপের সভাপতি মো. মোর্শেদ আলমের সভাপতিত্ব ও যুগ্ন সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি চৌধুরী মো. গোলাম রাব্বী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুক,রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের সভাপতি হুমাইয়ুন কবির পাটোয়ারী, গ্রুপের উপদেষ্ঠা জাহাঙ্গির আলম,নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক গ্রুপের উপদেষ্ঠা সাইদুর রহমান চৌধুরী,সংবাদকর্মী মোঃ আতিকুর রহমান আখই প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল কাদির রুবেল ও হিন্দু ধর্মের গীতা পাঠ করেন সঞ্জিতা পাষী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের সম্পাদক ও ইউনিট লিডার মো. সামসু উদ্দিন বাবু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নতুন দিন ও বিজয়ের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি গ্রুপের সহ সভাপতি সুমন আহমদ,ওজাসস মহাসিচব ইউসুফ আহমদ ইমন,সাপ্তাহিক সংলাপ পত্রিকার শহর প্রতিনিধি মো. হাবিবুর রহমান সুজন, সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েলস্ ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, কুলাউড়া ক্লাবের সভাপতি অপু মির্জা প্রমুখ।
স্কাউটের তাবু জলসা শেষে সমাপনি অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গ্রুপের উপদেষ্ঠা আ.স.ম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউট ইউনিট লিডার সুহেল আহমদ, সংবাদকর্মী এইচ ডি রুবেল,সংগঠক আব্দুল গফুর,মানবাধিকার কর্মী বজলুর রহমান বাবু প্রমুখ।
উৎসবমূখর পরিবেশে বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানে গ্রুপের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের সাবেক সহ সভাপতি আতিকুল ইসলাম তুহিন, রোভার (এস.আর.এম) ও বরমচাল শাখার ইউনিট লিডার মো. জয়নাল আবেদীন, আসাদুজ্জামান সাকি শান্ত (এ.এস.আর.এম), শামিম আহমদ সাব্বির ( আর.এম), সাইদুর রহমান আসিফ ( আর.এম), সাবেক পেট্রল লিডার রুকন আহমদ, গ্রুপ পেট্রল লিডার সাহেদুল ইসলাম সাগর, গ্রুপের বরমচাল শাখার সম্পাদক আব্দুল কাদির রনি ও কোষাধ্যক্ষ রোকেয়া সুলতানা, দিলদার পুর শাখার সম্পাদক জসিম আহমদ, প্রতাবী শাখার পেট্রল লিডার তানিম আহমদসহ বিভিন্ন ইউনিটের সদস্য ছাড়াও সাংবাদিক, সামাজিক,রাজনৈতিক,ব্যাবসায়ী ও স্কাউট সংগঠনের নেতৃবৃন্দরা।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:০১ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.