
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ প্রার্থী মাধ্যমিকের গন্ডি পেরুতে পারেননি।
জেলা নির্বাচন অফিসে জমা দেয়া হলফনমা সূত্রে জানা যায়, সাধারণ সদস্য পদে ৮৬ জন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত ৮, স্বাক্ষর জ্ঞান সম্পূর্ণ ৩, পঞ্চম শ্রেণী ১,অষ্টম শ্রেণী ১৫, নবম শ্রেণী ১, দশম শ্রেণী ১, এসএসসি ১৭, এইচএসসি ১৩, বিএ ৮,স্নাতক ৩, এলএলবি ২ স্নাতকোত্তর ৮, ডিইউএসএস ১, বিএইচএসসি ১জন প্রার্থী রয়েছেন এবং ২ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হলফনামায় উল্লেখ নেই ও ১ জনের লেখা অস্পষ্ট থাকায় বোঝা যায়নি।
সংরক্ষিত মহিলা পদে ২২ জন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত ২, পঞ্চম শ্রেণী ১, অষ্টম শ্রেণী ৬,এসএসসি ৪,এইচএসসি ১, বিএ ৩, এমএ ৩ ও এলএলবি ২ জন প্রার্থী রয়েছেন। জেলার ৫টি পৌরসভা, ৭টি উপজেলা ও ৬৭টি ইউনিয়ন মিলিয়ে নির্বাচনে ভোটার সংখ্যা ৯৫৬ জন।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৫:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.