অনলাইন ডেস্ক | রবিবার, ৩১ অক্টোবর ২০২১ | প্রিন্ট
এক কিংবা দুই মণ নয়, কুমড়াটির ওজন প্রায় ৩১ মণ! ইতালির কৃষক স্তেফানো কাতরুপি তার খেতে এই কুমড়া ফলিয়েছেন। এটি সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে শুক্রবার বলা হয়েছে, স্তেফানোর কুমড়াটির ওজন ২ হাজার ৭০২ পাউন্ড বা ১ হাজার ২২৬ কেজি, যা প্রায় ৩১ মণ! এর আগে সবচেয়ে বেশি ওজনের কুমড়াটি ছিল ২ হাজার ৬২৪ পাউন্ডের। বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলিয়েমজিনস ওই কুমড়া উৎপাদন করে ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন।
Posted ৭:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.