
স্টাফ রিপোর্টার: | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
কুলাউড়া পৌর শহরের ঐতিহ্যবাহী শপিংমহল মিলিপ্লাজার নিচতলায় অবস্থিত “ক্লাসিক ফ্যাশন” এর ২৫ বছর পূর্তি উপলক্ষে অত্যাধুনি ডিজাইনে নিত্যনতুন কাপড়ের সমাহার নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে।
(১৭ ফেব্রুয়ারী) বুধবার মাগরিবের নামাজের পর মিলাদ ও দোয়ার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিলিপ্লাজা এবং কুলাউড়া বাজারের স্থরের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
ক্লাসিক ফ্যাশনের সত্বাধিকারী আবু তাহের চৌধুরী মামুন এক প্রতিক্রিয়ায় বলেন, মিলিপ্লাজা নির্মাণের পর থেকেই ২৫ বছর যাবত ব্যবসা করে আসছি। সম্মানিত ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এবং সময়ের সাথে সামঞ্জস্য রেখে পণ্য বিক্রয়ের চেষ্টা করছি। প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে সকল ক্রেতা ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.