
স্পোর্টস ডেস্ক : | শনিবার, ০৬ নভেম্বর ২০২১ | প্রিন্ট
অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের হেরে যাওয়ায় ২০২২ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ দলের। আসছে বছরই অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে সময় কম থাকায় চলতি বিশ্বকাপের মাঝেই দল নির্ধারনে নতুন পদ্ধতি অনুসরণ করার কথা জানায় আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠা সব দল সরাসরি খেলবে পরের বিশ্বকাপে। তবে সুপার টুয়েলভে সরাসরি খেলবে ৮ দল। বাকি ৪ দলকে খেলতে হবে প্রথম রাউন্ড। ১৫ নভেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো সরাসরি সুপার টুয়েলভে খেলবে।
শনিবার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে আট নম্বর থেকে র্যাঙ্কিংয়ে নয়ে নেমে যাচ্ছে তারা। ফলে বাংলাদেশ উঠবে আটে। ১৫ নভেম্বরের আগে আর খেলা না থাকায় বাংলাদেশের অবস্থান বদলের সুযোগ নেই। তবে সরাসরি সুপার টুয়েলভে খেলার আশা টিকে আছে ক্যারিবিয়ানদেরও। রোববার নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে গেলে তাদেরও নয় নম্বরে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।
বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী ২৩৪ রেটিং পয়েন্ট বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ক্যারিবিয়ানরা। হতাশার হারে তাদের রেটিং পয়েন্ট নিশ্চিতভাবেই কমতে যাচ্ছে।
তবে আনুষ্ঠানিকভাবে ১৫ নভেম্বরের পর র্যাঙ্কিংয়ের চূড়ান্ত হালনাগাদ জানাবে আইসিসি।
-সূত্র :ডিবিসি নিউজ
Posted ৯:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৬ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.