বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমানে দেশে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। ২০১৮ সালের মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি ঘরও বিদ্যুৎহীন থাকবে না।
তিনি বুধবার উপজেলার দক্ষিণভাগ (দ.) ইউপির দোহালিয়া গ্রামে ২০০ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২০০ পরিবারের বিদ্যুৎ সংযোগে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। স্থানীয় আ’লীগ নেতা হাজী আসাব আলীর সভাপতিত্বে ও এম সামছুল হক এবং সোহেল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, পলী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ,আজির উদ্দিন প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৯:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.