
চীফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭ | প্রিন্ট
চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও মাদরাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর আর শেষ হবে ২৬ নভেম্বর। গত মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তারিখ ও সময় চূড়ান্ত হয়েছে।
সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির জানান, অন্য বারের মতো এবারও প্রতিটি পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। গত বছর ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হয়েছিল।
পরীক্ষা রুটিন :
সংবাদমেইল২৪.কম/জে এইচ জে/এনআই
Posted ৪:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.