
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
১০ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশেন,সিলেট বিভাগীয় কমিটি।
(৩০ নভেম্বরের) মধ্যে এসব দাবি না মানা হলে আগামী (০১ ডিসেম্বর) থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা।
(২০ নভেম্বর) রোববার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক।
বক্তব্যে দাবি প্রসঙ্গে বলা হয়, দীর্ঘদিন থেকে দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে না। ফলে দিন দিন টার্মিনালের অবস্থা নাজুক হচ্ছে। সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল নির্মাণের নামে দীর্ঘদিন থেকে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিলেটের সকল পৌরসভায় যানবাহন থেকে পৌর ট্যাক্স আদায় বন্ধ করা এবং সিলেটের সকল সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করার নির্দেশনা থাকলেও পরিবহন শ্রমিকদের কাছ থেকে পৌর ট্যাক্স ও সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।
রিকুইজিশনকালে গাড়ির প্রয়োজনীয় জ্বালানি ও চালকদের খোরাকিসহ রাতে থাকার জায়গা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।
মামলায় অতিরিক্ত জরিমানা বন্ধ করা এবং ট্রাফিক অফিসে মালিক ও চালকদের বসার জায়গা দেয়ার আশ্বাস দেয়া হলেও বাস্বায়ন হয়নি। সিলেট বিভাগের সকল রাস্তা সংস্কার করা, ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, মোটরবাইক চলাচল বন্ধ করার আশ্বাস আজও আলোর মুখ দেখেনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশেন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধ সেলিম আহমদ ফলিক প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ১১:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.