
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: | রবিবার, ১০ অক্টোবর ২০২১ | প্রিন্ট
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
(৯ অক্টোবর) শনিবার মধ্যরাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে লক্ষ্মীপুর সদর উপজেলার পাবর্তীনগর ইউনিয়ন ও পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের মনর উদ্দিন হাজী বাড়ির মো. মারফত উল্যার ছেলে মো. কামরুল ইসলাম (২৮) এবং কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার মৃত মুক্তল হোসেন ছেলে মো. মাঈন উদ্দিন (৩৪)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ একেএম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দুইজন আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান তিনি।
সংবাদমেইল/সোহেল /এনআই
Posted ৮:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.