
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৬ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ১৫ ডিসেম্বর ধার্য করেছে আদালত।
(১৬ নভেম্বর) বুধবার মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও আসামি পক্ষ সময় পেছানোর জন্য আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে পরবর্তী দিন ১৫ ডিসেম্বর ধার্য করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুটি আবিষ্কৃত গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে তৎকালীন বিএনপি সরকার। ছাতক ও ফেনী গ্যাসক্ষেত্র থেকে অদক্ষ বিদেশি প্রতিষ্ঠান নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডকে বিনা টেন্ডারে এবং সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে গ্যাস উত্তোলনের জন্য সুযোগ দেয়া হয়। ওই দুটি গ্যাসক্ষেত্রে মজুদ ২৭৬২ বিসিএফ গ্যাসের মধ্য থেকে উত্তোলনযোগ্য ১৭৪৪ বিসিএফ গ্যাস উত্তোলনের অবৈধ সুযোগ দেয়া হয়। এতে রাষ্ট্রের ন্যূনতম ১০ হাজার কোটি টাকার ক্ষতি করা হয়।
তৎকালীন দুদকের সহকারী পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.