শতাব্দীর ভয়াবহ করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা চালু করেছ ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে পর্যটকরা দেশটিতে ভ্রমণ করতে পারবেন। ৭ অক্টোবর বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ভারত নতুন করে ভ্রমণ ভিসা ইস্যু করবে। তবে যেকল পর্যটক ভারতে প্রবেশ করবেন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে করে দেশটিতে প্রবেশ করতে হবে। সেই সঙ্গে এক মাস পর অর্থাৎ আগামী ১৫ নভেম্বর থেকে চালু হবে সাধারণ ফ্লাইট। এতে যেসব নাগরিক সাধারণ ফ্লাইটে ভারতে প্রবেশ করতে ইচ্ছুক তাদেরকে অপেক্ষা করতে হবে আরও এক মাস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতে ভ্রমণ করতে আসা সকল পর্যটকদের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উল্লেখ্য, গত বছরের ১১ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশিদের যাবতীয় ভিসা বাতিল করে ভারত সরকার। শুধু কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা চালু ছিল।