
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: জয়ের স্বপ্ন নিয়ে বেসিন রিজার্ভে খেলতে নেমেছিল বাংলাদেশ।
এরপর সবাইকে চমকে দিয়ে সিরিজের প্রথম টেস্টে প্রবল প্রতিপক্ষের বিপক্ষে চার দিন রাজত্ব করেছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। যদিও এক ঘণ্টার ভুলে সব প্রাপ্তি মুছে গেছে। শেষ পর্যন্ত আশা জাগিয়েও ৭ উইকেটে হেরেছে টাইগাররা। আর তাতেই কলঙ্কের একটা রেকর্ডের ভাগিদার হয়েছে সফরকারীরা।
এর আগে টেস্ট ক্রিকেটের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৮৬ রান করে হেরেছিল অস্ট্রেলিয়া। ১২৩ বছল আগে ১৮৯৪ সালে সিডনি টেস্টে ওই নজির গড়েছিল দ্য ক্যাঙ্গারুরা। একশ বছরের বেশি সময় সেই রেকর্ড নিজেদের আয়ত্তে রাখার পর তা বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ডন ব্র্যাডম্যানের দেশ। কারণ আজ ওয়েলিংটন টেস্টে হারার মাধ্যমে অসিদের নজিরকে ছাপিয়ে গেছে চন্ডিকা হাথুরুসিংহে বাহিনী।
তবে শুধু ওয়েলিংটন টেস্টই নয়- এর আগে ২০১২ সালে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫৬ রান করেও হেরেছিল টাইগাররা। যা লজ্জার রেকর্ডের পাঁচ নম্বর স্থানে। এই তালিকায় নাম আছে পাকিস্তানেরও। সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডের তিন নম্বর অবস্থানে আছে দ্য আনপ্রেডিক্টেবলরা। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে আট উইকেটে ৫৭৪ রান করে ম্যাচ হেরেছিল পাকিস্তান।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:১৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.