
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
ঢাকা: রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৮ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত পরবর্তী তারিখ ২৮ মার্চ ধার্য করেন।
এর আগে সোমবার সানাউল্লাহ জানিয়েছিলেন, মঙ্গলবার আদালতে যাবেন খালেদা জিয়া।
১১ মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে আটটি মামলা রয়েছে।
রাষ্ট্রদ্রোহ মামলা করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী।
বর্তমানে সবগুলো মামলাই ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন।
এসব মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটিতে অভিযোগপত্র গ্রহণের দিন ছিল মঙ্গলবার। বাকি ১০টি মামলা অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ২:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.