
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: সিরিজ নিশ্চিত আগেই করেছিল অস্ট্রেলিয়া। এবার তৃতীয় ম্যাচ জিতে চ্যাপেল-হ্যাডলি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ছাড়ল অসি শিবির। বাংলাদেশ সিরিজের আগে এমন হোয়াইটওয়াশ চিন্তায় ফেলে দিয়েছে কিউই শিবিরকে।
শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১১৭ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৬৮ রানে। দ্বিতীয় ম্যাচে ১১৬ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে স্টিভেন স্মিথ শিবির। এবার তৃতীয় ম্যাচও জিতে প্রতিপক্ষকে ধবল ধোলাইয়ের লজ্জা দিল ওয়ার্নাররা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ব্যাটিং দাপটে ৮ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১২৮ বলে ১৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওয়ার্নার।
এছাড়া হেড ৩৭, বেইল ২৩ রান করেন। বাকিদের মধ্যে কেউ জ্বলে উঠতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট তিনটি, সান্টনার ও গ্রান্ডহোম দুটি করে উইকেট বগলদাবা করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩৬.১ ওভারে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার গাপটিল। এছাড়া উল্লেখযোগ্য লাথাম ২৮, মুনরো ২০, সান্টনার ১৫ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার মিশেল স্টার্ক। এছাড়া কামিন্স, ফকনার, হেড দুটি, হ্যাজলউড একটি উইকেট নেন।
দুর্দান্ত সেঞ্চুরির কারণে অনুমিতভাবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
আগামী ২৬ ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ঘরের মাঠে মোকাবেলা করবে বাংলাদেশকে।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৪:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.