
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বড়লেখায় পৌঁছেছেন।
আজ (২৯ নভেম্বর) মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে সুজানগর ইউপির বরথল এলাকায় হ্যালিপ্যাডে এসে অবতরণ করেছেন।
মন্ত্রীর আগমনে অভ্যর্থনা জানান হুইপ মোঃ শাহাব উদ্দিন,বড়রেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ও অন্যান্ন নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানানোর পর তিনি জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়,স্বরাষ্ট্রমন্ত্রী জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন,নবনির্মিত আধুনিক বড়লেখা থানা ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
এছাড়াও বিকেলে বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ নভেম্বর বড়লেখা থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকা।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.