
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০১ মার্চ ২০১৭ | প্রিন্ট
কিশোরগঞ্জ: জেলার বাজিতপুরে পাঁচ বিদেশি নাগরিকসহ সাত যাত্রী বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করে। উড়ন্ত অবস্থায় জানালা ভেঙে পাখি ঢুকে পড়ায় হেলিকপ্টারটির অবতরণ জরুরি হয়ে পড়ে।
সোমবার ১২টার দিকে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাজিতপুরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেসরকারি কোম্পানি মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার ঢাকা থেকে ডেনমার্কের দুজন, কোরিয়ার দুজন এবং ইতালির এক নাগরিকসহ সাতজনকে বেঙ্গল ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ করে সামনের জানালার কাচ ভেঙে হেলিকপ্টারের ভেতরে একটি উড়ন্ত পাখি ঢুকে পড়ে।
এ অবস্থায় পাইলট বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মীরারকান্দি বোর্ডবাজার এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেন। ঘটনার পরপরই পুলিশ বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থল ঘিরে রাখে।
এ ঘটনার আড়াই ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে সেই পাঁচ বিদেশি পর্যটক যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে যান। ঢাকা থেকে আসা একই কোম্পানির অপর দুটি হেলিকপ্টারে বিদেশি নাগরিকদের ঢাকায় ফিরিয়ে নেয়া হয়। একইসঙ্গে জরুরি অবতরণ করা হেলিকপ্টারটিও ঢাকায় ফিরে যায়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.